Friday, 14 August 2015



1.    সুনির্দিষ্ট প্রতিকার আইন কখন থেকে কার্যকর হয়?
(a)             ১৮৭২ সালের ১লা মে
(b)            ১৮৭৭ সালের ১লা মার্চ
(c)             ১৮৭৭ সালের ১লা মে
(d)            ১৮৭৭ সালের ১লা জুন
উত্তরঃ  c
2.    সুনির্দিষ্ট প্রতিকার আইনে কতটি ধারা রয়েছে?
(a)             ৫০টি
(b)            ৫৭টি
(c)             ৪৮টি
(d)            ৫৯টি
উত্তরঃ b
3        সুনির্দিষ্ট প্রতিকার আইন কত খণ্ডে বিভক্ত?
(a)             ১ম খণ্ডে
(b)            ২য় খণ্ডে
(c)             ৩য় খণ্ডে
(d)            ৫ম খণ্ডে
উত্তরঃ c
4        সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ সালের কত নং আইন?
(a)              ১নং
(b)              ৫নং
(c)               ২নং
(d)              ৪নং
উত্তরঃ a
5        সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন ধরনের আইন?
(a)               মূল আইন
(b)               পদ্ধতিগত আইন
(c)                বিসয় ভিত্তিক আইন
(d)               উপরের সব গুলি
উত্তরঃ a
6        সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন আইন কে অনুসরণ করে?
(a)              দেওয়ানি কার্যবিধি
(b)             ফৌজদারি কার্যবিধি
(c)              ইকুইটি আইন
(d)             কমন আইন
উত্তরঃ c
7        সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন আইন দ্বারা পরিচালিত?
(a)               কমন
(b)             ফৌজদারি কার্যবিধি
(c)              দেওয়ানী কার্যবিধি
(d)             তুলনামুলক আইন
উত্তরঃ c
8        সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্ব শেষ কবে সংশোধিত হয়?
(a)              ২০০৪ সালে
(b)             ২০০৫ সালে
(c)              ২০০৬ সালে
(d)             ২০০৩ সালে
উত্তরঃ a
9        সুনির্দিষ্ট প্রতিকার আইনে কতটি অধ্যায় রয়েছে?
(a)       ১৫টি
(b)       ১০টি
(c)       ৮টি
(d)       ১১টি
উত্তরঃ b
10    কোন আইনের মাধ্যমে একজন লোক সুনির্দিষ্টভাবে প্রতিকার পেতে পারে?
(a)              সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭
(b)              ফৌজদারি কার্যবিধি ১৮৯৮
(c)               তামাদি আইন ১৯০৮
(d)              দেওয়ানী কার্যবিধি ১৯০৮
উত্তরঃ a